বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় সাপের কামড়ে মিঠুন আলী (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্র মিঠু উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপাড়া গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে একই সঙ্গে তিনি আব্দুলপুর সরকারি কলেজেল অনার্স তৃতীয় বার্ষে ছাত্র।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপাড়া গ্রামের বিলে অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি ঘটে।
স্থানীয়দের সুত্রে জানাগেছে, সকালে মিঠুন তার ভুট্টার জমিতে পানি দিতে বিলে যায়। পানি দেওয়ার এক পর্যায়ে দেখতে পায় জমির একটি গর্তে পানি যাচ্ছে। এসময় সে গর্তটি বন্ধ করতে পা দিয়ে চেষ্টা করে। সেসময় গর্তে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। প্রথম কামড়ে বুঝতে না পারলেও দ্বিতীয় কমড়ে জলতে সুরু করে, ওই গর্তে মোবাইলের টর্চ আলো দিয়ে দেখে গর্তে সাপ। পরে ওই সাপটিকে মারার পর পাশের সড়কে উঠে হাক ডাক শুরু করে। এসময় তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুন মারা যায়। এছাড়াও পুঠিয়া উপজেলা গত বছর সাপের ব্যাপক উপদ্রব ছিল। তাই সাধারণ মানুষরা মনে করছেন ঈদের আগে সরকারি বেসরকারিভাবে সাপ থেকে নিরাপদে থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা এখনই গ্রহণ করা দরকার। না হলে ভবিষ্যতে আরো অনেক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে সাধারণ মানুষেরা মনে করছেন।
রাজশাহীর পুঠিয়ায় গরম পড়তেই সাপের উপদ্রব কলেজ ছাত্রের মৃত্যু