বিডি নিউজ২৩, রাজশাহী– ‘সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সেভলাইফ রক্তদান সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার সময় ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। ওই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ.কে.এম নূর হোসেন নির্ঝর, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার। একই সঙ্গে তিনি বলেন, রক্ত মানুষের জীবন বাঁচায়। রক্তদান কর্মসূচিতে এখনো মানুষের অনেক অজ্ঞতা রয়েছে। তাই সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

সেভ লাইফ রক্তদান সংস্থা, ধোপাপাড়া, পুঠিয়া, রাজশাহীর উদ্যোগে ও জোবায়ের আহমেদের সন্ঞ্চালনায় এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, মহন্ত সুফল, সভাপতি সেভলাইফ রক্তদান সংস্থা। হাসনাত করিম বাপ্পী, সাধারণ সম্পাদক সেভলাইফ রক্ত দান সংস্থা। সেভলাইফ রক্ত দান সংস্থার সদস্য শামীম, আরিফ, শাওন, পায়েল সহ সকল সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

পুঠিয়ায় সেভলাইফ রক্তদান সংস্থার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত