বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ার সাতঘোষ পাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী দিবসটি উদযাপনে ফুল দিয়ে শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, আলোচনা সভা, বিজয় মেলাসহ নানান অনুষ্ঠান ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। উপজেলার সাত ঘোষণা পাড়া গ্রামে ওই অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় যুবসমাজ ও বিএনপি ঘরানার নেতা কর্মীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম।
এসময় সেখানকার যুবসমাজ ও বিএনপি নেতা কর্মীরা স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সকলেই আগামীর বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে রচিত নতুন বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপি নেতা বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আজগর, বিএনপি নেতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাত ঘোষপাড়া দুই নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মমতাজ উদ্দিন। আসাদ আলী, সভাপতি শীলমাড়িয়া ইউনিয়ন কৃষক দল। ইদ্রিস আলী, বিএনপি নেতা। আলিমুদ্দিন শেখ, বিএনপি নেতা, সাব্বির, জহুরুল, সজিব, আলমগী সহ সেখানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো বহু নেতা কর্মীরা।
পুঠিয়ার সাতঘোষ পাড়ায় মহান বিজয় দিবস ও খেলাধুলা অনুষ্ঠিত