স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বাগমারা উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪ ঘটিকার সময় উপজেলার প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ বাজার প্রদক্ষিন করে গোডাউন মোড়ে এক পথসভায় মিলিত হয়।
এই সময় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বাগমারা উপজেলা শাখা ও উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মাও মাহাবুর আলম এর সঞ্চালনায় ও শাহিন আলমের সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আব্দুল আহাদ আলী কবিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি শাহিন আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আইনাল হক, উপজেলা কৃষিট্রেড সভাপতি জাহারুল হক,উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড সভাপতি মুর্তজাসহ বাগমারা উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ প্রমুখ।