বিডি নিউজ২৩, রাজশাহী- রাজশাহীর পুঠিয়ায় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা সভাপতি (সাবেক) নুরুল ইসলাম (৫৫) কে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার সময় ওই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজশাহী জেলা সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়ন ও নিহতের পরিবারবর্গ সহ পুঠিয়া এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত সকল বক্তারা নিহত শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যার বিচার ও গ্রেফতারের দাবী জানায়। এছাড়াও উপস্থিত বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কোন কোন বক্তা বলেন খুনিরা এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছে অনেক সময় হেলমেট পড়ে মোটরসাইকেল নিয়ে পুটিয়া এলাকায় ঘোরাঘুরি করে। পুলিশ সে সময় আমাদেরকে খুঁজে পেতো অথচ প্রকৃত অন্যায় কারীদের এখন খুঁজে পাচ্ছে না এটি খুব দুঃখজনক। খুব দ্রুত হত্যাকারীদের বিচারের আওতায় আনা না হলে সারা বাংলাদেশে শ্রমিক ধর্মঘটের কথাও বলা হয়।
মানববন্ধনে নিহত নুরুল ইসলামের মেয়ে নিগার সুলতানা তিনি বলেন, নেতাকর্মী পুলিশ প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর প্রশাসনের দ্বারা আমরা এখনো হুমকি ধামকির মুখে আছি। আমার পিতার বিচার করতে প্রশাসনের লোকেরা অজ্ঞাত কোন কারনে অগ্রাহ্য করেছে। এত বছর আমার পিতা খুনিরা তারা ঘুরে বেড়াচ্ছে অথচ তাদেরকে আইন কোন সাজাই দিতে পারেনি। আমার পিতার বিচারের দাবি জানাই। খুনিদের ফাঁসি চাই।
এসময় সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি থেকে দুই বার মনোনয়ন পাওয়া প্রফেসর নজরুল ইসলাম বলেন, যারা নুরুল ইসলামকে হত্যা করেছে তারা ২০১৮ সালে একটি বাহিনী তৈরি করে এসব কাজ করেছে। এমনকি আমার উপরেও হামলা করা হয়। সে সময় আমি পালিয়ে প্রাণ রক্ষা করি। শ্রমিক নেতা নুরুল ইসলাম খুব ভালো এবং জনপ্রিয় একজন মানুষ ছিলেন। তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। ভালো মানুষ দায়িত্ব পাওয়ায় কুখ্যাতরা চাঁদাবাজি করতে পারবে না বলে নুরুল ইসলাম কে হত্যা করে। আমরা এর বিচারের জোর দাবি জানাই। তাদের কঠোর শাস্তি চাই।
উপস্থিত ছিলেন, অধ্যাপক নজরুল ইসলাম, (সাবেক) চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারুল হক জুম্মা (সাবেক) পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। আসাদুজ্জামান আসাদ (সাবেক) মেয়র পুঠিয়া পৌরসভা। মামুন আল খান, সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা। মমতাজুল ইসলাম লাল্টু বিএনপি নেতা। আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী জিন্না, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য। শহিদুল ইসলাম, জিউপাড়া সম্পাদক। জাহাঙ্গীর আলম, যুবদল নেতা। তারিকুল ইসলাম তারেক, যুবদল নেতা। যুবদল নেতা, হায়দার আলী। যুবদল নেতা, মিঠুন মন্ডল সহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের বহু নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পুঠিয়া উপজেলা সদরের কাঁঠালবাড়িয়া নামক স্থানের ইটভাটা থেকে শ্রমিক নেতা নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। নুরুল ইসলাম উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ছিলেন। তারপর থেকে মামলাটি নানান রকম নাটকীয় মোড় নিয়ে ঘুরতে থাকে।

মানববন্ধন ও বিক্ষোভ