আরিফুল ইসলাম, বিডি নিউজ২৩, রাজশাহী- বাউবির পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে মাননীয় উপাচার্যের মতবিনিময়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ০৬ অক্টোবর ২০২৪ রবিবার দুপুরে বাউবির পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে হবে। শিক্ষাকে মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য যা যা করনীয় সম্মিলিত ভাবে আমাদের করতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়াতে হলে মানসম্মত শিক্ষা ছাড়া এটি সম্ভব নয়। তিনি আজ সকালে নাটোর এবং দুপুরে পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রে বিভিন্ন স্টাডি সেন্টারের সম্মানিত সমন্বয়কারী, টিউটর এবং কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য বলেন দীর্ঘ ১৭ বছর শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য সৃষ্টি করে এই সেক্টরটিকে একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে তা হঠাৎ করে পুনরুদ্ধার করা সম্ভব নয়। এটি করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক জনাব মোঃ গোলাম কিবরিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলী আখতার ডলি। বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও টিউটরবৃন্দ। উল্লেখ্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের উপাচার্য হিসাবে দায়িত্ব নেয়ার পর এটি তাঁর দ্বিতীয় কোন উপ-আঞ্চলিক কেন্দ্রে পরিদর্শন। আরো উল্লেখ্য মাননীয় উপাচার্য মহোদয় পাবনা উপ-আঞ্চলিক কেন্দ্রে ফলের চারা রোপন করেন।
এ সময় স্কুল অব এডুকেশনের সম্মানিত ডিন অধ্যাপক ড. লাভলী আক্তার ডলি, মাননীয় উপাচার্য-এর একান্ত সচিব ও যুগ্ম-পরিচালক জনাব মো: নাসির উদ্দীন, বিভিন্ন স্টাডি সেন্টারের সমন্বয়কারী, টিউটর এবং উক্ত উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।