বিডি নিউজ২৩, পুঠিয়া, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় গত বছর গবাদি পশুর পিপিআর রোগ প্রতিরোধে উদ্দ্যোগ নেয় উপজেলা প্রাণী সম্পদ অফিস। সারা দেশের ন্যায় রোগটি নির্মুলে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছিল পুঠিয়া উপজেলায়। ফলাফল হিসেবে এ বছর একটিও পিপিআর রোগে আক্রান্ত গবাদি পশুর দেখা মেলেনি।
এবছরের অক্টোবর মাসের ১ তারিখে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার পিপিআর রোগের দ্বিতীয় দজের টিকার উদ্বোধন করেন। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে উপজেলার বিভিন্ন গ্রামে গবাদি পশুর পিপিআর রোগের টিকা দেওয়ার বিষয়ে মাইক দিয়ে ঘোষণা দেওয়া হলে প্রচুর মানুষ তাদের গবাদি পশু নিয়ে হাজির হয়। পরে এদের পরীক্ষা করার পর পিপিআর রোগ আক্রান্ত গবাদিপশু পাওয়া যায়নি। দেশ থেকে এই রোগটি পুরোপুরি নির্মূলের লক্ষ্যে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে উপজেলা প্রাণিসম্পদ অফিস।
কোন টাকা পয়সা ছাড়া পুরোপুরি ফ্রিতে পিপিআর রোগটি নির্মলের লক্ষ্যে অক্টোবর মাসের ১ তারিখ হতে ১৮ তারিখ পর্যন্ত দ্বিতীয় ডোজের কার্যক্রম চলমান থাকবে বলে জানায় উপজেলা প্রাণিসম্পদ অফিস।
এই বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রোকনুজ্জামান বলেন, গতবছর পিপিআর রোগ নির্মূলের উদ্দেশ্যে প্রথম ডোজ টাকা দেওয়া হয়। যার খুব ভালো ফল পাওয়া যায়। এ বছর দ্বিতীয় দজের টিকা দেওয়ার জন্য উপজেলার বিভিন্ন গ্রামে যাওয়া হলে এখন পর্যন্ত ওই রোগটি পাওয়া যায়নি। তবুও পুরোপুরি নির্মলের লক্ষ্যে দ্বিতীয় ডজের টিকা দিয়ে যাচ্ছি আমরা।

পুঠিয়া উপজেলায় গবাদি পশুর পিপিআর রোগ মুক্তের পথে