বিডি নিউজ২৩, রাজশাহী: নির্দিষ্ট কোনো এলাকা নয়, সারাদেশে রাসেলস ভাইপার সাপের আতংক ছড়িয়ে পড়েছে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এমন সাপও কোথাও কোথাও মারা পড়ছে। গায়ের রঙের সাথে কিছুটা মিল থাকলে সাধারণ মানুষরা মনে করছে সাপটি হয়তো রাসেলস ভাইপার। এবার কিছুটা রাসেলস ভাইপার সাপের গায়ের রং এর সাথে মিল পাওয়ায় একটি নির্বিষ সাতটি মারা হয়েছে। শুধু তাই নয় এলাকায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার সাপ মারা হয়েছে। আর এসব বিষয় নিয়ে কেউ কেউ ছবি তুলে ফেসবুকে পোস্টও করছেন।
রাজশাহীর বাগমারা থানার গনিপুর ইউনিয়ন এর মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দেখা মিললো রাসেলস ভাইপারের মতো দেখতে বিশাল আকৃতির স্যান্ড বোয়া বা বালিবড়া সাপের। স্কুলের একটি ফাঁকা টিনের ঘরে সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে ঐ এলাকার বাসিন্দা মোঃ মাইনুল হোসেন সাপটি মারে। স্কুলটি বারানই নদী সংলগ্ন হওয়ায় নদী থেকে সাপটি স্কুল প্রাঙ্গণে চলে আসে বলে ধারনা করা হচ্ছে। খুব সকালের ঘটনা হওয়ায় এসময় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন না। এছাড়াও যারা সাপটি মেরেছে তাদের মধ্যেও কোন দংশন বা আঁচড়ের ঘটনা ঘটেনি।
সাপটি দেখতে রাসেলস ভাইপারের মতো হওয়ায় শুরুতে চারদিকে ছড়িয়ে পড়ে এটি রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া। এবং প্রাথমিক ভাবে স্থানীয় প্রসাশন এসেও রাসেলস ভাইপার বলেই সনাক্ত করেন। তবে সাপটি ভালো ভাবে পর্যবেক্ষণ করার পর অভিজ্ঞরা বলেন এটি রাসেলস ভাইপার না এটি স্যান্ড বোয়া বা বালিবড়া সাপ। রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া সাপের গায়ের দাগগুলি গোলাকৃতির চাকাচাকা হয়ে থাকে আর বালিবড়া সাপের শরীরের দাগ ধ্যাবড়ানো। চন্দ্রবড়া সাপটি বিষধর অন্যদিকে বালিবড়া সাপ নির্বিষ।
অন্যদিকে পরিবেশবিদরা মনে করছেন এই আতঙ্কের মধ্যে অনেক নির্বিষ সাপও মারা পড়বে। তাই আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করে সব ধরনের সাপ না মারার পরামর্শ দেয়া হচ্ছে। বর্ষার মৌসুমে সব সময় সাপের উপদ্রুপ একটু বেশি থাকে। এতে করে সবাইকে সচেতন থাকতে হবে। বারানই নদী সংলগ্ন স্থানে অবস্থিত হওয়ায় বর্ষাকালে এই এলাকায় বিভিন্ন সাপের উপদ্রব বাড়তে পারে তাই এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান, বাড়ি, দোকান পাঠের সাথে যুক্ত সকল কে সাবধানে থাকার জন্য বলা হয়েছে। এবং বিষধর সাপ ভেবে নির্বিষ সাপ না মারার আহবান জানিয়েছে প্রকৃতিপ্রেমীরা। এবং বিষধর বা নির্বিষ যে কোন সাপই দংশন করলে তাৎক্ষনিক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

রাজশাহীর বাগমারায় একটি স্কুলের টিনের ঘরে সাপটি দেখতে পায় স্থানীয়রা