বিডি নিউজ২৩, রাজশাহী: আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার আয়োজনে শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার অর্ধশত মানুষকে ঈদ উপহার স্বরূপ শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেছে শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার নেতাকর্মীবৃন্দ।
শিলমাড়িয়া উন্নয়নর সভাপতি রাসেল আহমেদ এর সভাপতিত্বে আজ সকাল দশটার সময় পচামাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলাম সেলিম, পচামাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, গোলাম রসুল মেমোরিয়াল ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান হোসনেয়ারা বেগম, শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সজীব কুমার, সামাজিক সংগঠন জয় বাংলা পরিষদ এস সাধারণ সম্পাদক এম. শাফিউর বাসার সহ আরও অনেকে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. সাইফুল ইসলাম সেলিম বলেন শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। তাদের এই ভালো কাজকে আমি সাধুবাদ জানাই এবং এই ধারা অব্যহত থাকুক।
শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার সভাপতি রাসেল আহমেদ বলেন আমরা ইতিপূর্বে শিলমাড়িয়া উন্নয়ন সংস্থার উদ্যােগে অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করেছি। এবার দিয়ে দ্বিতীয়বার ঈদ উপহার বিতরণ করেছি। ভবিষ্যতে সুযোগ থাকলে এ ধরনের কার্যক্রম আমরা অব্যহত রাখবো ইনশাআল্লাহ।

পুঠিয়ার ‘শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা’র উদ্যােগে ঈদ উপহার বিতরণ