বিডি নিউজ২৩; রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নং বানেশ্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারার নির্দেশনা ওয়াড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলামের উদ্যোগে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বানেশ্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাফিজুল ইসলাম, ইউপি সদস্য ফরমান আলী,সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, এজাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাক্কার, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, আওয়ামী লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগের নেতাকর্মীসহ ও আরও অনেকের উপস্থিত ছিলেন।

বানেশ্বর ওয়ার্ড আ.লীগের উদ্দেগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহাফিল