বিডি নিউজ২৩, নিজস্ব সংবাদদাতা; রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া সেভ লাইফ রক্তদান সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন ‘সেভ লাইফ রক্তদান সংস্থা’ ধোপাপাড়া, পুঠিয়া, রাজশাহী। বুধবার (২১ শে ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়
হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে সেভ লাইফ রক্তদান সংস্থা। পা দিয়েছে ৬ষ্ঠ বছরে। সেভ লাইফ রক্তদান সংস্থা একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী, সমাজ সেবামূলক সংস্থা। বিপদের সময় কারো রক্তের দরকার হলে স্থানীয় যুবকরা সেই রক্ত সংগ্রহ করে উপকারভোগীর কাছে পৌঁছে দিয়ে বাঁচায় প্রাণ। এভাবেই তারা পার করেছেন ছয়টি বছর। এগিয়ে যেতে চান আরো বহুদূরে। পাশে থাকতে চান সাধারন মানুষের।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জি.এম হিরা বাচ্চু, চেয়ারম্যান উপজেলা পরিষদ পঠিয়া, রাজশাহী। সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিনীও। মৌসুমী রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ রাজশাহী। হোসনেয়ারা বেগম, চেয়ারম্যান ৬নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ। আব্দুল হান্নান, সভাপতি ৬নং জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। মোহাম্মদ শামীম, সাধারণ সদস্য ৬নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ। মোখলেসুর রহমান (মোকলেস) ও কালু সাধারণ সদস্য ৬নং জিউপাড়া ইউনিয়ন পরিষদ। সেভ লাইফ রক্তদান সংস্থা সকল সদস্যগণ সহ এলাকার আরো বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ এসময় উপস্থিত ছিলেন।