শিবগঞ্জ বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নের লাউঘাটা সোনারপাড়ায় অবৈধ ভাবে তিন ফসলি কৃষি জমি নষ্ট করে ইটভাটায় মাটি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই জনের নামে নিয়মিত মামলা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সরজমিনে গিয়ে জানা যায়, শিবগঞ্জ উপজেলার ৪নং ইউপির লাউঘাটা সোনারপাড়া নামক স্থানে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে তিন ফসলি কৃষি জমির টোপসেল ড্রাম ট্রাকে করে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে মহাসড়ক ও গ্রামীণ রাস্তা গুলো নষ্ট করে আসছিলো একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বুধবার (২৪ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসময় সোনারপাড়া গ্রামের কারেন্ট হুজুর রফিকুল ইসলাম (৩৯), সহ ২ জনের নামে নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন,যারা অবৈধ ভাবে তিন ফসলি কৃষি জমি ও পুকুর খনন করার নামে ইটভাটায় মাটি বিক্রি করে রাস্তা-ঘাট নষ্ট করবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।