বিডি নিউজ২৩; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ১ লক্ষ ৭ হাজার ৯৮৩ বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাঁচি প্রতিকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এনামুল হক মন্ডল পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট। স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মন্ডল ৫৪ হাজার ১৭১ ভোটে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।
কোথাও কোন অপৃতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে বলে বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে। রোববার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেলে ৪ টা পর্যন্ত একটানা ভাবে চলে। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন কোন কেন্দ্রে ভোটার সংখ্যা কম থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দ্বারা চাদরে ঢাকা ছিল বাগমারার নির্বাচনী এলাকায়।
উপজেলার ১২২ টি ভোট কেন্দ্রের ৭৪৭ টি কক্ষে এক সঙ্গে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬ হাজার ৩৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৯ জন, নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৫০০জন, হিজরা ভোটার সংখ্যা ৩ জন। সকাল থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে শুরু করে। প্রথম দিকে ভোটারেরা ভোট কেন্দ্রে আসতে ভয় পেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে পরবর্তিতে ভোটার সংখ্যা বেড়ে যায়। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উৎসাহ দিতে দেখা গেছে। নিরাপত্তা চাদরে ঢেকে থাকার কারনেই ভোটারেরা নির্বিগ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরেছে বলে একাধিক ভোটারেরা জানিয়েছেন। কোন বিশৃংখলা ছাড়াই সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত ও ভোটারদের ভোট দেয়ার জন্য বাগমারা বাসীকে কৃজ্ঞতা জানিয়েছেন তিনি। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি বিজয়ী হওয়ায় বাগমারাবাসীকে ধন্যবাদ জানান।