• শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহে মিঠুন মোল্লার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সারা দেশের সঙ্গে ৪ ঘণ্টা পর রাজশাহীর ট্রেন চলাচল শুরু পুঠিয়ায় উপজেলা প্রশাসন ও নজরুল ইসলাম মন্ডলের বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন রাজশাহীর পুঠিয়ায় পৌর আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর গ্রেফতার রাজশাহীর তানোরে বাসর রাতে বউ উধাও! পুঠিয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ রাজশাহীর বানেশ্বরে বিএনপির নতুন ওয়ার্ড কমিটর মতবিনিময় ও পরিচিতি সভা রাজশাহীর শাহমুখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন, সদস্য সচিব নাসিম সুনামগঞ্জ সীমান্তে মাঠ থেকে নিজের গরু আনার সময় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত পুঠিয়ায় সামাজিক কর্মকান্ড ও যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিডি নিউজ২৩
সংবাদ প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
কাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
কাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিডি নিউজ২৩: দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের কাছে আগামী শুক্রবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

 

সেদিন সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হবে; যা কতদিন চলবে, সেটি এখনও নির্দিষ্ট হয়নি।

 

আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ জানিয়ে বুধবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

 

প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর ক্ষমতাসীন দল একে স্বাগত জানিয়ে মিছিল করেছে সারা দেশেই। পাশাপাশি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের অবস্থান তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

তিনি জানান, আগামী শুক্রবার তাদের দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক হবে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটির সভাপতি। সেখানেই সব কিছু চূড়ান্ত হবে।

 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, সেখানে তিনি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমার সুযোগ রেখেছেন।

 

সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার বিকালের বৈঠকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

 

তবে ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ সময় থাকবে বিকাল পাঁচটা পর্যন্ত, আর সেই বৈঠকটি এর পরেও চলতে পারে। সে কারণে পরদিন শনিবার সকাল থেকে পুরোদমে মনোনয়ন ফরম বিক্রি চলবে।”

 

এবার সশরীরে বা অনলাইনেও মনোনয়নপত্র কেনার ব্যবস্থা রেখেছে ক্ষমতাসীন দলটি।

 

মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার বিষয়ে আগেই ঘোষণা দিয়ে রেখেছেন ওবায়দুল কাদের।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বৃহস্পতিবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। (সুত্র; প্রথম আলো)

কাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

কাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.