• মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
Headline
গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ ১ জনকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ নির্বাচন ঘিরে বেড়েছে দাগি সন্ত্রাসীদের আনাগোনা, কিশোর গ্যাংও সক্রিয় গরিবদের আরো ভালোভাবে সহায়তা করতে ইউপি নির্বাচন করতে চান রাহিমা বেগম দেশের সব থানার ওসি ও ইউএনও’দের বদলির নির্দেশ ফিতা কাটার বিনিময়ে ভাল একটা পারিশ্রমিক পাই: অপু বিশ্বাস পুঠিয়া-দু্র্গাপুরে স্বতন্ত্র ৩ প্রার্থী সহ, ৯ জনের মনোনয়নপত্র দাখিল রাজশাহীর দুর্গাপুরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা রাজশাহীর পুঠিয়ায় নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন দারা রাজশাহীতে আদালত চত্বর সহ দু-দফা ককটেল বিস্ফোরণের ঘটনা

রাজশাহীর বাঘায় অপহরণের ৭৪ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

বাঘা (রাজশাহী ) প্রতিনিধি:
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
রাজশাহীর বাঘায় অপহরণের ৭৪ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার
রাজশাহীর বাঘায় অপহরণের ৭৪ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় অপহরণের ৭৪ দিন পর অপহৃত জোতকাদিরপুর গ্রামের স্কুল পড়ুয়া ছাত্রী ইমাকে উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। সোমবার (২৪সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে অপহৃত স্কুল ছাত্রীকে বাঘা উপজেলার চন্ডিপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত ইমা ২২ ধারায় জবানবন্দীর প্রস্তুতি চলছে। এ বিষয় অপহৃত কিশোরীর বাবা বজলুল করিম অভিযুক্ত সকল আসামীদের বিচার দাবী করছেন।

 

পুলিশ ও অপহৃত কিশোরীরর পরিবার সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার কাদিরপুর উচ্চ বিদ‍্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। গত (১০জুলাই) সোমবার কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্রী মোসাঃ রুকাইয়া খাতুন ইমা প্রতিদিনের ন্যায় স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে স্কুলে যায়। স্কুল থেকে আর ফিরে আসে নাই। ছুটির পর বাসায় না ফেরায় স্কুলের প্রধান শিক্ষকের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করে তিনি নিশ্চিত করেন যে সে ঐদিন স্কুলে উপস্থিত হয়নি।পরবর্তীতে,বিভিন্ন জায়গায় আত্বীয়-স্বজন বাড়ীতে খোঁজে করতে থাকলেও কোথাও তাকে খুজে পাওয়া যায়নি।

এলাকার লোক মারফৎ জানতে পারে দিয়াড়কাদিরপুর গ্রামের নাজিম আলীর বখাটে ছেলে সোহেলসহ ৪/৫ জন মিলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।বিষয়টি অত্র থানায় অবগত করিলে আশানুরূপ কোন ফলাফল পাইনি। পরবর্তীতে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-২ একটি মামলা দায়ের করেছি। সি. আর. মামলা নং-১৬৪পি/২০২৩ (বাঘা), ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারা মামলা করেন।

 

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামরজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বাঘা উপজেলার চন্ডিপুর এলাকার থেকে অপহৃতকে উদ্ধার করে সনাক্তের জন্য বাবা মাকে খবর দেয়।

 

এ প্রসঙ্গে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, অপহৃত কিশোরীকে উদ্ধারের পর তার বাবা-মা মেয়েকে শনাক্ত করেছেন। এখন ২২ ধারায় জবানবন্দীর প্রস্তুতি চলছে। এরপর বয়স শনাক্তসহ মেডিকেল পরীক্ষার করার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।।

 

তিনি আরো বলেন, অভিযুক্ত কয়েকজন জামিনে রয়েছেন। এরপরেও অপহরণের সাথে জড়িত প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রাজশাহীর বাঘায় অপহরণের ৭৪ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

রাজশাহীর বাঘায় অপহরণের ৭৪ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

No comments to show.