রাজশাহীর পুঠিয়ার কাজুপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো: জাহাঙ্গীর আলম; রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মিনহাজ আলি নামে ৩ বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট কাজুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো: মিনহাজ ছোট কাজুপাড়া
গ্রামের সার ব্যবসায়ী মামুন মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ৩ টার দিকে নিহত শিশু মিনহাজের পিতা বাড়ির পাশে পুকুর পরিষ্কার করছিল হঠাৎ তার ছেলে এসে পুকুরের পাড়ে দাঁড়ায়। একপর্যায়ে নিহিত শিশুর পিতা ছেলেকে রেখে বাড়িতে খাবার খেতে যায়। খাবার খেয়ে আসার পরে ছেলেকে দেখতে না পায়ে খোঁজাখুঁজি শুরু করে। খুঁজে না পেয়ে গ্রামে মসজিদে হারানো বিজ্ঞপ্তি বলে ঘোষণা দেয়। এক পর্যায়ে পাশের দুই তিনটি পুকুর খোঁজা খুঁজির পরে বাড়ির পাশের বাতরাই ভর্তি ডোবায় খোঁজা খুঁজি করে।একপর্যায়ে পুকুরের পানিতে মিনহাজের লাস পানির নিচে পাওয়া যায়। পরে তারা তাকে উদ্ধার করে সাবেক গোপাল পাড়া উপস্বাস্থ্য কেন্দ্ররের চিকিৎসক মোহাম্মদ আব্দুস সামাদ এর কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

রাজশাহীর পুঠিয়ার কাজুপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু