রাজশাহীর দুর্গাপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
বিডি নিউজ২৩, ডেস্ক; রাজশাহীর দুর্গাপুরে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী উকিল উদ্দিন (৫০) সে উপজেলার আনোলিয়া গ্রামের মৃত মেছের শাহ্ এর পুত্র। এঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, দুর্গাপুর উপজেলার আনোলিয়া গ্রামে দীর্ঘদিন থেকে মরন নেশা ইয়াবা ট্যাবলেটের রমরমা ব্যাবসা চালিয়ে আসছিলেন আনোলিয়া গ্রামের উকিল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে ৮ আগষ্ট বিকেলে আনোলিয়া নিজ বাড়ীর পাশে ইয়াবা বেচাকেনার হচ্ছে এমন সংবাদ পেয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক এর নির্দেশনায় দুর্গাপুর থানার উপপরির্শক (এসআই) সনাতন চক্রবর্তী সংঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কেনাবেচার সময় ৩২পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে মাদক ব্যবসায়ী উকিল উদ্দিনকে গ্রেফতার করে। এ ঘটনায় দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) সনাতন চক্রবর্তী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোলিয়া গ্রামে মাদক কেনাবেচার সময় ৩২পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আগামী কাল আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।