মোঃ জুয়েল মিয়া; সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি)উপজেলার বাগানবাড়ি বিওপির টহল দল গত বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ ওমর ফারুক আকাশ(২২)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি (তালতলা) এলাকার সীমান্ত মেইন পিলার ১২২৬/৩ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৪ বোতল ভারতীয় মদ (এসি ব্ল্যাক)সহ বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ওমর ফারুক আকাশকে আটক করেছে বিজিবি।এ সময় সাথে থাকা আরও দুই মাদককারবারি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের কিতাব আলী’র ছেলে রফিকুল ইসলাম (৩২) ও বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া গ্রামের নুরুল ইসলাম’র ছেলে জামাল উদ্দিন (২৩)পালিয়ে যায়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাগানবাড়ি বিওপি ক্যাম্পের হাবিলদার জাহিদুল ইসলাম জানান, মদের চালানসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া দুই মাদককারবারিসহ তিনজনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর জানান, আটককৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিয়ান অব্যাহত আছে।