দোহালিয়া বাজারে জাপা নেতা জাহাঙ্গীর আলমের গণসংযোগ ও পথসভা
মোঃজুয়েল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৫-( ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও ছাতক জাবা মেডিক্যাল সেন্টার’র চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভোটারদের মন জয় করতে কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
বুধবার (২ আগষ্ট) উপজেলার দোহালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধায় দোহালিয়া ও বিয়ানীবাজারে জাতীয় পার্টির নেতা কর্মীদের নিয়ে জাপা নেতা জাহাঙ্গীর আলম এক পথসভা ও মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় জাপা নেতা জাহাঙ্গীর আলম ছাড়াও দলের
দোহালিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আরজ আলী, সহ সভাপতি আজির উদ্দিন,সাধারন সম্পাদক আলী হোসেন, ইউনিয়ন জাপা’নেতা সফিকুল ইসলাম,চাদ আহমদ,,হাজী আমির উদ্দিন, ইউনুস আলী,আলীনুর,সামসুল ইসলাম,আনোয়ার হোসেন, ফজলু মিয়া,সাদত আলী,আমির হোসেন,সুমন আহমদ প্রমুখ বক্তব্য দেন।
এছাড়াও জাতীয় পার্টির সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারাও বক্তব্য দেন।
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘এ আসনে জাপার মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন,আর নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবেন তিনি দাবি করেন, দুই উপজেলাকে সমভাবে গুরুত্ব দিয়ে তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। সকালে, দুপুরে, বিকেলে বা রাতে পাড়া-মহল্লায় উঠান বৈঠক এবং পথসভা করে নির্বাচনের মাঠ সরগরম করে চষে বেড়াচ্ছেন গোটা নির্বাচনী এলাকা।