পুঠিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু
ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেছেন।
সোমবার (৫ জুন) বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশেই শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ওই শুভ উদ্বোধন করা হয়।
জানা যায়, সারাদেশে প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরির কাজ হাতে নেয় বর্তমান সরকার। ঠিক তার ধারাবাহিকতায় রাজশাহীর পুঠিয়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়। উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে সর্বমোট প্রায় ২০ কোটি ৫২ লাখ টাকার মতো।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এতে করে ভবিষ্যৎ প্রজন্মের খেলার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়াও বিভিন্ন জায়গায় খেলার মাঠ দিন দিন ক্ষীন হয়ে আসছে। আর এর মধ্যেই এমন একটি স্টেডিয়াম তৈরি হলে খুবই উপকৃত হবেন উপজেলাটির ভবিষ্যৎ প্রজন্মরা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু তিনি বলেন, শুধু আমার উপজেলা নয় পুরো রাজশাহী জেলা জুড়ে আমাকে একজন ক্রীড়াপ্রেমী হিসেবে মানুষ চেনে। আমি সব সময় খেলাধুলা কে প্রাধান্য দিয়ে খেলোয়ার তৈরি করা চেষ্টা করে আসছি। আমাদের এই পুঠিয়া উপজেলা থেকে বিশ্বের বড় বড় জায়গায় খেলছে। এই স্টেডিয়াম টি তৈরি হলে ভবিষ্যৎ প্রজন্মরা মাদক ছেড়ে আরও বেশি খেলার প্রতি আকৃষ্ট হবে। খেলাধুলা মানুষের মন মস্তিষ্ক ভালো রাখে তাই আমি বলব সবাইকে খেলাধুলা করার জন্য। আমার সরকার নানামুখী উন্নয়নের পাশাপাশি, খেলাধুলার দিকেও নজর রেখেছেন। তাই এত বড় প্রকল্প আমাদের পুঠিয়ায় হতে চলেছে।
এ সময় শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএম হীরা বাচ্চু, চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ঠিকাদার, মোহাম্মদ নাজমুল হক। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার, মোঃ রাসেল পারভেজ। ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার, মোহাম্মদ মারুফ। ক্রিড়া পরিষদের কনসালটেন্ট, মোহাম্মদ মেহেদী হাসান। ক্রিড়া পরিষদের ওয়ার্ক এসিস্ট্যান্ট, মোঃ নজরুল ইসলাম।