প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীতে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

রোববার (২১ মে) দিবাগত মধ্যরাতে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ মামলাটি করেন পুঠিয়া থানায়।

 

এদিকে ১৯ মে, রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এবার এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব। 

 

এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে আবু সাঈদ চাঁদের ওই বক্তব্যটি। নিন্দার ঝড় উঠে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনেরও নির্দেশ দিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করে, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাতে একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, আশা করি খুব দ্রুত তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *