রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন ও নগদ সহায়তা পররাষ্ট্রপ্রতি মন্ত্রী শাহরিয়ার আলম এমপির
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পররাষ্ট্রপ্রতি মন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামের আগুনে পুড়ে যাওয়া মজিবর রহমানের বাড়ি পরিদর্শন করেছেন।বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে ১০টি ঘর, নগদ ৭ লক্ষ টাকা, ২০ মণ ভূট্টা, ৫০ মণ গম, ৫০ মণ ধান, একটি মোটর সাইকেল, ফ্রিজ, দুটি সেলাইমেশিন, জমির দলিল, আলমারি, স্বর্ণালংকার, চেয়ার—টেবিল, খাট, আসবাবপত্র, জামা কাপড় সহ পুড়ে গেছে।

খবর পেয়ে শনিবার(২০মে) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পররাষ্ট্রপ্রতি মন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম ও উপজেলার সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এসময় পররাষ্ট্রপ্রতি মন্ত্রী ক্ষতিগ্রস্ত লোকদের শান্তনা দিয়ে বলেন আমি আপনাদের পাশে আছি, আপনারা চিন্তা করবেন না। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের সিনিয়র ফায়ার ফাইটার আতিকুর রহমান জানান, আগুনে পুড়ে গেছে ঘরের ১০টি কক্ষ।এর মধ্যে ৭টি শয়ন ঘর, ১টি পাট রাখা ঘর, ১ টি বাড়ির মালপত্র রাখার ষ্টোর রুম ও ১টি রান্না ঘর।আগুনে ঘরে রাখা ৩০০ মণ পাট সহ ১টি মোটর সাইকেল, ৩টি টিভি, ১টি ফ্রিজ, ১টি ভটভটি মেশিন সহ আসবাবপত্র পুড়ে গেছে।।
গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানর রবিউল ইসলাম রবি বলেন, একই গ্রামে তার বাড়ি।খবর পেয়ে সেখানে যায় এবং দুই উপজেলার ফায়ার সার্ভিস সেটশনকে খবর দিই।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছেন।তবে এর আগে বাড়ি সমস্ত মালামাল পুড়ে গেছে।বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে তাৎক্ষনিক তারা ও ঘটনাস্থলে এসে সহযোগিতা করেছেন।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের তাদের কিছু পোশাক ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
