রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে অনশন সেই তরুণী এখন হাসপাতালে
ইমাম হোসাইন, বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে ৩দিন অনশন করা রনি খাতুন নামের সেই তরুণী, বর্তমানে অসুস্থ হয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত বুধবার (২৯ মার্চ) রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত, আফসার আলী সরদারের ছেলে জমশেদের বাসায় বিয়ের দাবি তুলে একই এলাকার তাজু মোল্লার মেয়ে রনি খাতুন বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এদিকে এই ঘটনায় বাড়ি ছেড়ে লাপাত্তা হয়েছেন প্রেমিক জমশেদ আলী।
এই বিষয়ে অনশনে বসা তরুণী রনি খাতুন বলেন, জমশেদ ও আমার মধ্যে বিগত ১৮ বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিভিন্ন সময় আমাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়েছেন জমশেদ। আমার আর কিছুই নেই। জমশেদকে বিয়ে করতে না পারলে আমাকে আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না। জমশেদ আমাকে বিয়ে করবে বলে আমার সংসার ভেঙেছে। এমনকি সে আমাকে মার্চ মাসের ২৮ তারিখে বিয়ে করবে বলে দিন তারিখ ঠিক করেছিল। আমাকে বিয়ে না করে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। তারপর আমি তার বাসায় গিয়ে উঠি। সেখানে জমশেদের স্ত্রী তাহমিনা বেগম আমাকে প্রচুর মারধর করেছে যার কারণে আমি অসুস্থ হয়ে বর্তমানে মেডিকেলে ভর্তি হয়েছি। আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি।
এদিকে রনি খাতুনের প্রেমিক জমশেদ আলী মুঠোফোনে জানান, অনেক আগে স্কুল জীবনে রনি খাতুনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে রনি খাতুনের অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আমিও বিয়ে করে ফেলি। বর্তমানে আমার ঘরে দুটি সন্তান রয়েছে। এবং তার সাথে আমার কোন আর সম্পর্ক নেই এখন স্থানীয় কিছু মানুষের প্ররোচনায় রনি খাতুন ভুল বুঝে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। রনি খাতুন আমার বাসায় অনশন করার আগে স্থানীয় কিছু লোকজন আমার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে এবং হুমকি দেয় রনি খাতুনকে দিয়ে আমাকে ফাঁসিয়ে দেবে এমনটাই বলছিলেন অভিযুক্ত জমশেদ আলী সরদার।
এছাড়াও এই বিষয়ে জমশেদ আলী সরদারের স্ত্রীর তহমিনা বেগম তিনি বলেন, এলাকার স্থানীয় কিছু নেতা আমার স্বামীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না দিলে রনি খাতুন নামের ওই মেয়েকে আমার বাসায় তুলে দেবার হুমকি দেয়। আমার স্বামী টাকা না দিতে পারা ওরা তাই করে দেখালো। আমার স্বামীর সাথে অতীতে কি ছিল তা জানি না বর্তমানে আমার স্বামীর সাথে ওই মেয়েটির কোন সম্পর্ক নেই। আমি এই ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুন্সি আব্দুল বারী বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি অভিযোগ দেয় তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়ায় বিয়ের দাবিতে অনশন সেই তরুণী এখন হাসপাতালে