বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের গণহত্যা ও মহান স্বাধীনতা, জাতীয় দিবস উদযাপন

বিডি নিউজ২৩: বাউবির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। ২৫ মার্চ ২০২৩ রোজ শনিবার সন্ধ্যা ৭:১৫টায় মোমবাতি প্রজ্জলন এবং রাত ১০.৩০ মিনিটে ১ মিনিটের জন্য বৈদ্যুতিক আলো নিভানো হয়। ২৬ মার্চ রবিবার ভোর ৬:৩০টায় জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলনসহ দিনব্যাপী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, দেশাত্ববোধক গান ও মুক্তিযুদ্ধের ইতিহাস পিএ সিস্টেম/সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার, ব্যানার টানানো, সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দিন শেষে আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়। উক্ত অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহা: আবু বাককার-এর নেতৃত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

 

কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ২৬ মার্চের প্রথম প্রহরে বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ আওতাধীন পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সূচনা করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *