বিডি নিউজ২৩: র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে
জয়পুরহাটের কালাই উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জয়পুরহাট জেলার কালাই উপজেলার থল এলাকার আমজাদ হোসেনের ছেলে কামরুজ্জামান প্রামানিক (৩৮)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কামরুজ্জামান একই এলাকার এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। এ ছাড়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও দেয়। পরবর্তীতে রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত রাত দেড়টার দিকে ভুক্তভোগী গৃহবধূর টিনের বেড়া দিয়ে ঘেরা বাড়ির জানালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এরপর গৃহবধূর দুই ছেলেকে পাশের রুমে বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে গৃহবধূকে তার নিজ কক্ষে ধর্ষণ করে। এ ঘটনার পর ভোর রাতে ভুক্তভোগী গৃহবধূর ছেলে জয়পুরহাট র্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানান।
এদিকে ফোন পেয়েই র্যাব-৫, ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই উপজেলার থল এলাকা থেকে গৃহবধূ ও তার দুই ছেলেকে উদ্ধার করে এবং ১২ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করে। ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।