বিডি নিউজ২৩: বিদেশে বাবা আছে বলে’ই, অনেক ছেলে শার্টের বোতাম খোলা রেখে সারাদিন মোটরসাইকেল নিয়ে দৌড়ায় কারণঃ ওদের বাবা বিদেশে থাকে। আর প্রতি মাসে তাদের বাবা বিদেশ থেকে টাকা পাঠায় ইচ্ছামতো তার বাবার পাঠানো টাকা খরচ করে,
কিন্ত তারা তো জানেই না তার বাবা কত কষ্ট করে। তাদের জন্য টাকা কামাই করে পাঠায়।২০০ টাকা দিয়া জামা না কিনে ছেলে মেয়ের জন্য টাকা পাঠায়। আর ভাবে, আমার বাচ্চা নতুন একটা জামা কিনলে অনেক খুশি হবে। আর বাবা তার পুরানো জামাটাই বার বার ধুয়ে নতুন করে পরে। বাবা বাবাই প্রত্যেক সন্তানের জন্য একটা বট গাছ।
এই বাবার ছবি ব্যবহার করে- আমি ওনাকে
ছোট করি নি, করতেও চাইনা! ওনার সম্মান আকাশ চুম্বী। সালাম, শ্রদ্ধা ও ভালবাসা থাকলো পৃথিবীর সকল বাবা’দের প্রতি। বেঁচে থাকুক তারা যুগ যুগ ধরে আমাদের হ্নদয়ে।