বিডি নিউজ২৩: প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেন তার ব্যক্তিগত সহকারীসহ নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে বিএনপি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সোমবার বিকাল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক ও তার ব্যক্তিগত সহকারীর হদিস পাওয়া যাচ্ছে না।
ইশরাকের ব্যক্তিগত সহকারীর নাম বাবু বলে জানা গেছে।
এদিকে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য ইশরাক হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ পরোয়ানা জারি করেন।