আব্দুল মালেক, বিডি নিউজ২৩; নির্বাচনে হেরে গিয়ে ভোট না দেয়ার অভিযোগ এনে জোড়াবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালেককে মারপিট করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া উঠেছে। জেলা পরিষদ নির্বাচনের সদস্য পদে পরাজিত প্রার্থী আতাউর রহমান সাজুর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এ ঘটনায় আহত ইউপি সদস্য আব্দুল খালেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইউপি সদস্য আব্দুল খালেক জানান, আমি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বসে ছিলাম এসময় জেলা পরিষদ নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী আতাউর রহমান সাজু ও তার দুই ভাই জাহিদুল ইসলাম এবং আবু হোসেন এসে আমাকে বলে আমি তাকে ভোট দেইনি বলেই অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। আমি প্রতিবাদ করলে তারা আমার শার্টের কলার ধরে বাইরে বের করে লাঠি দিয়ে বেধক পিটিয়ে আহত করে। এ সময় জমি রেজিষ্ট্রি করার জন্য আমার কাছে রক্ষিত ট্রেজারীর ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে তাদের হাত থেকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, এসময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম না।
আমি উপজেলা পরিষদে মিটিংয়ে ছিলাম। ফোনে জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যাই। ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল জলিল ও ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার গোলাপি বেগম জানান, জেলা পরিষদ নির্বাচনে হেরে গিয়ে আতাউর রহমান সাজু আমাদেরকেও গালমন্দ করে।