বিডি নিউজ২৩: নাটোরের নলডাঙ্গা উপজেলার, মির্জাপুর দিঘা এলাকায় আখক্ষেত থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন নলডাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (০৬ই ডিসেম্বর) সকালে ১১ টার দিকে নলডাঙ্গার মির্জাপুর দিঘা এলাকার একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, গত ১৪ দিন থেকে একই গ্রামের মিজানুর রহমানের ছেলে রেজাউল করিম নিখোঁজ রয়েছেন। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান পাননি। মরদেহটি তার কিনা সে বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।
কৃষ্ণপুর মিজানুর রহমানের পরিবারের লোকজন বলেছেন, পরনের লুঙ্গি, ও পোষাক দেখে আমাদের রেজাউল করিমের মত লাগছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মঙ্গলবার সকালের দিকে স্থানীয় লোকজন প্রতিত ঘোষের আখক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তার নাম পরিচয় শনাক্ত করতে ইতোমধ্যে সিআইডির রাজশাহীর ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়েছে। খুব দ্রুত পরিচয় সন্ধান বের করার চেষ্টা করছে। এই বিষয়ে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে পরে আরো বিস্তারিত জানা যাবে।