বিডি নিউজ২৩: বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফার জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক আব্দুল হালিম তার জামিন আবেদন মঞ্জর করেন। রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে নাদিম মোস্তফা আদালতে জামিনের আবেদন জানান। আদালত জামিন মঞ্জুর করেছেন। গত ২২ নভেম্বর দুপুরে নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন এ বিএনপি নেতা। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি আলোচিত পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান।
তবে উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি হাজির হননি। সাড়ে সাত বছর আগের হত্যা মামলায় নাদিম মোস্তফাকে গ্রেফতার দেখানো হলেও বিএনপি নেতারা দাবি করছিলেন, ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ।