মোস্তাফিজুর রহমান জীবন:
বিডি নিউজ২৩; কৌশল বদল করে দিনের পরিবর্তে রাতের আঁধারে নির্বিঘ্নে কৃষি জমি ধ্বংস করে অবৈধভাবে পুকুর খনন চলছে দুর্গাপুরের ঠেঙ্গামারার বিলে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের গোপাল পাড়া মৌজার ঠেংগামারা বিলে গোপালপাড়া গ্রামের মোঃ কামাল হোসেন ও তার পার্টনার সেলিম ও ফিককা যৌথভাবে প্রায় ৪০ থেকে ৪৫ বিঘা আবাদি কৃষি জমি ধ্বংস করে ও কৃষকের জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম আরম্ভ করলে এই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন হওয়ায় উপজেলা প্রশাসনের তা নজরে আসলে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত খনন কাজ সাময়িকভাবে বন্ধ করা হয়।
কিন্তু খনন স্থান থেকে খনন কাজে ব্যবহৃত ভেকু মেশিন অপসারণ না হওয়ায় পুনরায় গত রাত থেকে রহস্যজনক ভাবে তারা তাদের কৌশল পরিবর্তনের মাধ্যমে দিনের পরিবর্তে রাত ৯ টা থেকে সারা রাত্রি নির্বিঘ্নে কৃষি জমি ধ্বংস করে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় জনমনে নানা প্রশ্ন জেগেছে এবং অতি ক্ষোভের সহিত এভাবেই তারা তাদের ক্ষোভের
বহিঃপ্রকাশ করেন যে,যেখানে দিবালোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা যে খনন কাজটি বন্ধ করে যায় সেটা আবার কিভাবে এবং কিসের ভিত্তিতে চলে ও কেনইবা সেখান থেকে ভেকু মেশিন সরছেনা। কার ইশারা বা ইঙ্গিতে এখনো খনন স্থানে ভেকু মেশিন রয়েছে। তাই অত্র এলাকার সকল স্তরের জনসাধারন ও ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের নিকট নিবেদন সহ অনুরোধ জানান যে,ঠেঙ্গামারা বিলে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন কাজ স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা ও ঠেঙ্গামারা বিল হতে খননকারীদের দ্রুত ভেকু মেশিন অপসারনের নির্দেশনা প্রদানে।