বিডি নিউজ২৩: রাজশাহীর পুঠিয়ায় ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় বিএনপির দুই নেতাকে আটক করেছেন পুঠিয়া থানা পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) নাশকতার মামলায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
আটককৃতরা হলেন, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক নাজমুল ইসলাম মুক্তা (৫০) ও পুঠিয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া (৫০)।
জানা যায়, গত ২১ নভেম্বর রাতে উপজেলার মোল্লাপাড়া বাজারে বিএনপির সমাবেশ স্থলে ককটেল বিস্ফোণের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলা বিএনপির ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৭০ থেকে ১৮০ জনের মতো অজ্ঞাত নামে নাশকতার মামলা দায়ের হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বানেশর ডিগ্রী কলেজের সাবেক উপাধাক্ষ্য খোরশেদ আলমকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে ‘অগ্রযাত্রা’কে জানান, নাশকতার মামলায় দুজনকে আটক করা হয়েছে। বাকি অন্যদের আটকের চেষ্টা চলছে বলে এ কর্মকর্তা জানান।