• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

দোয়ারাবাজারে সরকারি ভাতা দেওয়ার নামে প্রতারণা, প্রতারককে জরিমানা

Reporter Name
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
দোয়ারাবাজারে সরকারি ভাতা দেওয়ার নামে প্রতারণা, প্রতারককে জরিমানা
দোয়ারাবাজারে সরকারি ভাতা দেওয়ার নামে প্রতারণা, প্রতারককে জরিমানা

বিডি নিউজ২৩; দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে সরকারি বিভিন্ন ভাতা দেওয়ার নামে অসহায় দরিদ্র মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মিনারা বেগম নামে এক প্রতারককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার(৩০ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে মিনারা বেগমকে এই জরিমানা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা প্রিয়াংকা। প্রতারক মিনারা বেগম মান্নারগাওঁ ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত আলীম উদ্দিন স্ত্রী। 

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা প্রিয়াংকা জানান, মিনারা বেগমের দাবি মতো টাকা দিলেই সরকারি ভাতা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে মানুষদের কাছ থেকে টাকা আদায় করতেন। এভাবে তিনি গ্রামের অসহায় দরিদ্র সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

 

এসময় টাকা ফেরতসহ প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে মিনারা বেগমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এমন প্রতারকদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

No comments to show.