দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধ: মোঃ জুয়েল মিয়া:
বিডি নিউজ২৩; আসন্ন ৯নং সুরমা ইউনিয়ন পরিষদ এ চলছে উপ নির্বাচন চ্যোয়ারম্যান মারা যাওয়ায় পদটি শন্য হয়ে যায়। তাই সুরমা ইউনিয়নে চলছে উপ নির্বাচনে হাওয়া।
আসন্ন ৯নং সুরমা ইউনিয়নে উপ নির্বাচনে চ্যােয়ারম্যান প্রতিনিধি হিসেবে, প্রতিদ্বন্দ্বিতা করছেন হারুন আর রশিদ আসন্ন ৯নং সুরমা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নান্দনিক ইউনিয়ন গড়ার লক্ষে জনগণ মনোনীত চ্যোয়ারম্যান পদপ্রাথী জনাব হারুন আর রশিদ বি এ এল এল বি’কে মটর মার্কায় চ্যোয়ারম্যন হিসেবে দেখতে চাই, অন্যায়ের প্রতিবাদ করি ন্যায় বিচারক তরুন সমাজ সেবক বলিষ্ট কন্ঠস্বর শিক্ষানুরাগী বিশিষ্ঠ সমাজ সেবক
তিনি বলেন আমি জনগণের পাশে ছিলাম পাশে থাকবো আমি জনগণ মনোনীত চ্যোয়রম্যান পদপ্রাথী আমি আমার ইউনিয়নকে একটি আধুনিকও নন্দনিক শন্তাস মুক্ত শান্তি পৃর্ন একটি ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়তে চাই যদি জনগণ আমার পাশে থাকেন আমাকে চ্যোয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তা হলে আমি একটি ডিজিটাল ইউনিয়ন গড়তে পারবো গরীব ও মেহনতী মানুষের পাশে ছিলাম পাশে থাকবো তাদের সকল আশা আকাংক্ষা পৃরণ করবো যদি আমার পাশে থাকেন তা হলে আমি অগোছালো ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়ন উপহার দিতে পারবো আমি জনগণ মনোনীত একজন পদপ্রাথী আমি আমার সুরমা ইউনিয়নের জনগণের কাছে আশা বাদী আপনারা আমায় মটর সাইকেল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন দল বল নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থী আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দিন।