বিডি নিউজ২৩: নাটোরের নলডাঙ্গা উপজেলার সেন ভাগ এলাকায় ড্রামে ভর্তি তালাবদ্ধ একজনের লাস উদ্ধার করেছেন নলডাঙ্গা থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালের দিকে ড্রামে তালাবন্দি এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মোজাহার আলী (৪৫) বাগমারা উপজেলার নখপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ধারণা করা হচ্ছে, নিহত মোজাহার আলীকে অন্য কোথাও মেরে ফেলে ড্রামে ভরে নলডাঙ্গা উপজেলার সেনবাগ গ্রামের মফাপাড়া ব্রিজের পাশে রাতের আঁধারে রাস্তার ধারে ফেলে রেখে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে আটক করা হয়নি। ঘটনার পর থেকে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসীরা।
এদিকে এই রহস্যজনক ড্রামে ভর্তি নিহতের লাশ দেখতে উৎসুক জনতারা ব্যাপক ভিড় জমায় সেখানে। পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কে বা কারা মোজাহার আলীকে মেরে ফেলে সেখানে ফেলে রেখে যায়। সকাল থেকে বিকেল অব্দি নিহত মোজাহার আলীর কোনো পরিচয়, সন্ধান মিলে ছিলো না। পরে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম তিনি বলেন, নিহতের পরিচয় মিলেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কাউকে এখনো আটক করা হয়নি। তবে কিভাবে মারা যেতে পারে সে বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে। আর অপরাধীদের গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ শরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তিনি বলেন, সিআইডির এক্সপার্ট টিমকে ডাকা হয়েছে, এখান থেকে সকল আলামত সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধান ও ময়নাতদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।