• সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের এবার প্রতীকি ক্লাস ও বই পড়া কর্মসূচি আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে তাহেরপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে মৃত্যু রাজশাহীতে অধ্যক্ষের সাথে নারী প্রভাষকের পরকীয়ার সময় ধরে থানায় দিল জনতা দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল প্রতিনিধিদের দৌরাত্বে অতিষ্ঠ রোগী ও স্বজনরা রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধন পাওয়ায় মানিকগঞ্জে আনন্দ মিছিল রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের আহ্বায়ক কমিটি গঠন বাগমারার সাবেক এমপি-মেয়রের বিভিন্ন অপকর্মের বিচার চেয়ে মানববন্ধন পুঠিয়ায় হাসিনা, কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ১৮১ জনের নামে হত্যা মামলা দায়ের

একসাথে পিতাপুত্রের এসএসসি পাস, ছেলের সঙ্গেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
একসাথে পিতাপুত্রের এসএসসি পাস, ছেলের সঙ্গেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন
একসাথে পিতাপুত্রের এসএসসি পাস, ছেলের সঙ্গেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন

বিডি নিউজ২৩: নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন বাবা ইমামুল ইসলাম এবং ছেলে আবু রায়হান।

 

গতকাল সোমবার দুপুরে প্রকাশিত ফলে বাবা জিপিএ ৪ দশমিক ৭৯ আর ছেলে পেয়ে ৪ দশমিক ৮২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ।কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভোকেশনাল শাখার ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেড এবং একই প্রতিষ্ঠানের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড বিভাগ থেকে তারা এসএসসি পরীক্ষায় অংশ নেন।

 

এদিকে বাবা-ছেলের পাসের ঘটনায় পরিবারসহ স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। পাশাপাশি বাবা-ছেলে প্রশংসায় ভাসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ (ভারপ্রাপ্ত) বলেন, বাবা-ছেলের একসঙ্গে এসএসসি পাসের খবর শুনে আমি আনন্দিত হয়েছি। শিক্ষার যে আসলে কোনো বয়স নেই, এটি প্রমাণ করেছেন তারা। বাবা-ছেলের জন্য শুভকামনা জানান তিনি।

 

জানা যায়, তাদের বাড়ি উপজেলার পাকা ইউনিয়নের চক-তকিনগর এলাকায়।

 

বাবা ইমামুল ইসলাম বলেন, পড়ালেখা বন্ধের দীর্ঘ ২৪ বছর পর তিনি ছেলের সঙ্গে স্কুলে ভর্তি হয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন। ঐকান্তিক ইচ্ছা থাকা সত্বেও সংসারের অভাব অনটনের কারণে অষ্টম শ্রেণি পাশের পরে আর স্কুলে যাওয়া হয়নি তার। পড়ালেখা ছেড়ে জীবিকার তাগিদে ২৪ বছর আগে তিনি ঢাকায় পাড়ি জমান। সেখানে প্রায় ১৮ বছর গার্মেন্টসে শ্রমিকের কাজ করেন। ২০১৬ সালে সেই কাজ ছেড়ে বাড়ি ফিরে জমানো টাকা দিয়ে গ্রামে এসে মৌসুমে আমের ব্যবসা শুরু করেন।পাশাপাশি বাড়ির পাশে একটি ছোট্ট মুদির দোকান দেন। কিন্তু বুকের ভেতরে লেখাপড়া করতে না পারার চাপা কষ্ট মাঝে মধ্যেই তাকে পীড়া দিত। লোকলজ্জায় পড়ালেখা হয়ে উঠছিল না। সমাজে আর ১০টা মানুষের মতো নিজেকেও একজন শিক্ষিত মানুষ হিসেবে যেন পরিচয় দিতে পারেন সেই উদ্দেশ্যেই পারিবারিক সিদ্ধান্তে অবশেষে ২০২০ সালে ছেলের সঙ্গে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভোকেশনাল শাখার নবম শ্রেণিতে ভর্তি হন। তিনি আরো বলেন, এই বয়সে এসে পড়াশোনা করে যে ফলাফল পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট। এখন ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবো।

 

ছেলে আবু রায়হান বলেন, বাবা সব সময় আমার পড়াশোনার দিকে খেয়াল রাখতেন এবং নিজেও পড়তেন। আর এখন একসঙ্গে পাস করায় আমি খুবই আনন্দিত।

 

বাবা ও ছেলের একসঙ্গে পাশের খবরে অভিনন্দন জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার। তিনি দাবি করেন এ ঘটনা অন্যদেরও অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.