দোয়ারাবাজার প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে দোয়ারাবাজারের নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) এর ৩১তম মেধাবৃত্তি পরীক্ষা’২০২২।
শনিবার (২৬ নভেম্বর) ছাতক-দোয়ারার ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মূল কেন্দ্র ও আল মদিনা একাডেমি ভ্যানু কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চিরায়ত ভাবে কেন্দ্র দু’টিকে সুসজ্জিত করত: পরীক্ষার পরিবেশ নিশ্চিত কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে স্কুল ও মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির তিনশতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় একশত নম্বরের পরীক্ষা শেষ হয়।
উল্লোখ্য ১৯৯০ সালে প্রতিষ্ঠিত নসকস এপর্যন্ত ৩১ টি মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে। কোভিড-১৯ পরিস্থিতির কারনে দু’বছর পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষাকে উপলক্ষ করে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক মন্ডলী, আয়োজক সহ এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।