রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি নাদিম মোস্তফা গ্রেফতার

বিডি নিউজ২৩; মজির উদ্দীন হত্যা মামলায় রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। নাদিম মোস্তফা বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

 

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে রাজশাহী শহরের পাঠানপাড়া এলাকায় নাদিম মোস্তফার বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। পরে তারা হত্যা মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করে নাদিম মোস্তফাকে।

 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় নাদিম মোস্তফা আসামি ছিলেন। গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান নাদিম মোস্তফা। উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও নাদিম মোস্তফা নিম্ন আদালতে হাজির হননি। ওই মামলাতেই পুলিশ বাড়ি থেকে তাকে ধরে নিয়ে গেছে।

 

রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) এবি এম মাসুদ জানান, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে আদালতে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *