• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ নোমান-আরাফাতের নতুন নেতৃত্বে বাগমারা উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাহেরপুরে ওয়ান ডে ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত রাজশাহী রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা রানা প্লাজা ধসে পুঠিয়ার আহত ময়নার ১২ বছর ধরে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রিক্সা-চালক আবুল আঙ্গুল ফুলে কলাগাছ প্রতারণা করে ভাগ্য বদল হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেত্রী মাহমুদা হাবীবার পুঠিয়ায় মুসা খাঁ নদী থেকে নারীর লাশ উদ্ধার পুঠিয়ায় রাস্তা থেকে জোর পূর্বক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে পৌরসভা উপ-নির্বাচনে জয়ী আ:লীগের মিঠু

সংবাদদাতা:
সংবাদ প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
রাজশাহীর দুর্গাপুরে পৌরসভা উপ-নির্বাচনে জয়ী আ:লীগের মিঠু
রাজশাহীর দুর্গাপুরে পৌরসভা উপ-নির্বাচনে জয়ী আ:লীগের মিঠু

বিডি নিউজ২৩: রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাজেদুর রহমান মিঠু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল।

 

বুধবার (১৬ নভেম্বর) দুর্গাপুর পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

মোট ১১টি কেন্দ্রে আওয়ামী লীগের সাজেদুর রহমান মিঠু (নৌকা প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৫৪৯ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতাজার্জিস হোসেন সোহেল (জগ প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৬৯৪ ভোট। মোবাইল ফোন প্রতীকে ২৮২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোশারফ হোসেন। চতুর্থ হয়েছেন বিএনপি নেতা জিয়াউল হক রতন। তার প্রাপ্ত ভোট ১১৮। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চাইতে ৪ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়েছেন মিঠু।

 

এই নির্বাচনে মোট ভোটার ছিলো ২১ হাজার ৮০৬। মোট ভোট পড়েছে ১২ হাজার ৬৪৩ ভোট।

 

রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন সন্ধ্যায় উপজেলা পরিষদের মিনি হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারসোহেল রানা, সহকারি রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান ও অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

 

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Recent Comments

No comments to show.