বিডি নিউজ২৩: দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা স্বস্তির জায়গায় আছি। কারণ প্রধানমন্ত্রী আমাদের সজাগ রাখছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গার পৃথক কয়েকটি স্থানে কৃষিমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন।
কৃষি মন্ত্রী বলেন, কোনো কৃষি পণ্য বা যন্ত্রপাতির দাম বাড়ানো হবে না। আমরা চাই কৃষকরা কৃষিতে লাভ করুক ও তাদের জীবনযাত্রার মান উন্নত হোক। সারা পৃথিবীতে অর্থনীতিতে সাংঘাতিক একটা অস্থিরতা যাচ্ছে। সুতরাং সে কথাও আমাদের মাথায় রাখতে হবে ও সকলকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, ১০ ডিসেম্বর বিএনপি যদি ঢাকায় কিছু করতে চায়, তাহলে বিএনপিও হেফাজতের মতো পরিষ্কার হয়ে যাবে।
মঙ্গলবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিএডিসির দত্তনগর খামার পরিদর্শন করেন। পরে একই উপজেলার উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ খামার পরিদর্শন করেন।
এ ছাড়া চুয়াডাঙ্গার দামুড়হুদার হৈবতপুর গ্রামে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু প্রমুখ।