বিডি নিউজ২৩; নেত্রকোনার কেন্দুয়া থানায় ১৯৯৫ সালে একটি চুরি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন তরিকুল ইসলাম (৪৮)। এরই মধ্যে থেকে কেটে গেছে ২৭টি বছর। তবে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
ছদ্মবেশে পালিয়ে বেরিয়েছেন দেশের বিভিন্ন স্থানে। ফেরি করে বিক্রি করতেন সাবানসহ অন্যান্য সামগ্রী। তবে এতেও শেষ রক্ষা হলো না তার।
পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন তরিকুল। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এলাকা থেকে শনিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তরিকুল ইসলাম পূর্বধলা উপজেলার ইচুলিয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি ফেরি করে বিভিন্ন সামগ্রী বিক্রি করছিলেন। শনিবার আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।