বিডি নিউজ২৩; রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে, দিনের বেলায় গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগ তুলে রাতেই ৩০ হাজার টাকায় রাফাদফা করেন তার ছেলে মেয়েরা।
মঙ্গলবার (৮ নভেম্বর) এমনই এক ঘটনা ঘটেছে উপজেলার খামারমাড়িয়া গ্রামে।
মৃত আকলিমা বেগমের ছেলেমেয়েরা সাংবাদিকদের ডেকে অভিযোগ তোলেন, তাদের মাকে ভুল চিকিৎসা দিয়ে গ্রাম্য ডাক্তার আব্দুল খালেক মেরে ফেলেছে। বিষয়টি অগ্রযাত্রা পত্রিকা সহ বেশ কয়েকটি মিডিয়ায় সংবাদটি প্রকাশ হয়।
এরপর মুঠো ফোনে ফোন করে নিহতের ছেলে জানান, রাতের আঁধারে গ্রাম্য ডাক্তার আব্দুল খালেকের সাথে মায়ের মৃত্যুর বিষয়টি নিয়ে ৩০ হাজার টাকায় মীমাংসা করেন নিহতের ছেলে আয়চাঁদ আলী নিজেই। টাকাগুলো আমার ছোট বোনদের হাতে তুলে দিয়েছে। এই বিষয়টি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও শীলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা। কিভাবে মারা গেল, কি হলো, কিছুই জানিনা। তাদের পরিবার থেকে কিভাবে কি হয়েছে কিছুই জানিনা।