শাহাদত হোসাইন; রাজশাহীর, দুর্গাপুর উপজেলার, আলীপুর বাজারের পানের আড়তে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (৭ই নভেম্বর) ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং আগামী ৩ রা ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে দুর্গাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত এই আলোচনা সভা ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।
রহিদুল ইসলামের সঞ্চালনায়, অলোচনা সভায় দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুজ্জামান আয়নাল এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, আশরাফুল কবির বুলু, আজাদ রেজাউল করিম রেজা (সাবেক চেয়ারম্যান), মাসুদ রানা (সাবেক চেয়ারম্যান), রবিন (সাবেক চেয়ারম্যান), আব্দুল আজিজ মন্ডল, সাইদুর মন্টু সহ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেক নেতা কর্মীরা।