বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় পৃথক অভিযানে ৭ জনকে আটক করেছে পুলিশ।শনিবার(২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়,রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায় এবং বাঘা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে উপজেলার জোত সায়েস্তা গ্রামস্থ জনৈক মোঃ আয়নাল (৪০) পিতা-মৃত আকবর আলীর বাড়ীর দক্ষিণে অনুমান ১৫০ গজ দুরে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া জোত সায়েস্তা গ্রামের সোলেমান হোসেন ছেলে মোঃ মোশারফ হোসেন(২২)কে ৫০০ গ্রাম গাঁজাসহ, বাউসা হাটপাড়া গ্রামস্থ মোঃ ছামাদ সরকার, পিতা- মৃত রাজ্জাক আলী(ভোলা) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া বেড়ের বাড়ী গ্রামের জিয়া উদ্দিনের ছেলে জুয়েল আলী (৪০)কে ৯৫০ গ্রাম গাজাসহ, পানিকামড়া বাজারে পূর্ব পাশে ঘোষপাড়া দূর্গা মন্দিরের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া পাকুড়িয়া গ্রামের মৃত আখের মোল্লা ছেলে ইসলাম মোল্লা(৫০),মৃত মোয়াজ্জেম সরদার ছেলে তারিখ হাসান(৩০)কে ১২.২৫ গ্রাম হিরোইন ও ২১ পিচ ইয়াবাসহ, বলরামপুর গ্রামস্থ মালিয়ানদহ টু ময়েনের মোড়গামী পাকা রাস্তা পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ হতে অনুমান ১০০ গজ উত্তর দিকে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আলাইপুর (কান্দিপাড়া) গ্রামের পিতা আশরাফের ছেলে মোঃ বাবু(২৩)কে ৫০ বোতল ফেন্ডিসিলসহ আটক করা হয়।
এ ছাড়া এছাড়াও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০১ জনকে,জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জনকে আসামীকে গ্রেফতার করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন সাজু জানান, আটককৃত আসামীদের নামে পৃথক পৃথকভাবে ০৪ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত সর্বমোট ০৭ জন আসামীদেরকে ( ৩০ অক্টোবর)রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।