শাহাদত হোসাইন রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিশুর বাবা মিনারুল ইসলাম জানায়, নিজের ভাতিজা দোকান কর্মচারী শান্ত (শান্ত) তার মেয়ের এমন সর্বনাশ করেছে। জিনিস খাওয়ানোর কথা বলে আমার ভাইয়ের ছেলে মেয়েটিকে বাড়ির পাশে দোকানে নিয়ে যায়। পরে তাকে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলতে ভয় দেখায়। রাতে অসুস্থ হয়ে পড়লে মাকে বিষয়টি জানায়। আজ রোববার সকালে মেয়েকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক রামেক হাসপাতালে পাঠান। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে তাকে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাব্বির রহমান বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তাৎক্ষণিক তাকে রামেক হাসপাতালে পাঠিয়েছি।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি।