আব্দুল খালেক, বিডি নিউজ২৩: ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদকে সামনে রেখে রাজশাহী দুর্গাপুর উপজেলা যুগিশো তোতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কৃষকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল চারটার সময়ে দুর্গাপুর উপজেলার ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আল-আমীনের সার্বিক সহযোগিতায় দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো তোতার পড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কৃষকদের ফুটবল খেলার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এই খেলায় পানবরজ আদর্শ গ্রুপ তিন একে মাটি কাটা ডিজে দলকে ৩ গোলে পরাজিত করে।
এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আল-আমীন, ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোঃ আঃ সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হক মুন্টু,ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সুজুন আহমেদ মকলেজ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল, ছাত্র লীগ নেতা মোঃ শাহীন আলম,মোঃ সজিব, মোঃ শান্তসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।