রাজশাহীর দুর্গাপুর উপজেলার নান্দিগ্রামের কিছু যুবকের সহযোগিতায় ও উদ্যোক্তা ফায়সাল মাহমুদ এর উদ্যোগে গত ২৮ অক্টোবর ২০২১ ইং তারিখে গঠিত হয়েছে যুব গ্রাম উন্নয়ন সংস্থা। হাটি হাটি পা পা করে সংস্থাটির এক বছর পূর্ন হলো আজ।
যুবকরা সাপ্তাহিক তাদের পকেট খরচের কিছু টাকা জমা করে সংস্থাটি পরিচালিত করেন। সংস্থাটির একটি মাত্রই আয়ের উৎস। সংস্থাটির মূল উদ্দেশ্য গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। গ্রামের অসহায় মানুষের যে কোনো সমস্যার কথা শোনা মাত্রই তাদের পাসে দাঁড়ায় এই সংস্থাটি। শীতবস্ত্র, ত্রান বিতরণ সহ অসহায় মানুষদের চিকিৎসার জন্য সহযোগিতা করে থাকে এই সংস্থা।
আজ ১ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কেটে সংস্থাটির জন্মদিন পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত গ্রামের মেম্বার আজাদ আলী। তিনি সংস্থাটির সাধুবাদ জানিয়েছেন এবং বলেন সংস্থাটি শুধু গ্রামের মধ্যেই নয় আরও অনেক দূর এগিয়ে যেতে সার্বিক সহযোগিতা থাকবে আমার পক্ষ থেকে। আরও উপস্থিত ছিলেন সংস্থার সকল কমিটি, সদস্য ও এলাকার জনসাধারণবৃন্দ।