শাহাদত হোসাইন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর বাজারে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন কারণে কয়েকটি দোকানিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক ভোক্তা অধিকার, সঙ্গীয় দল নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার গোপালপুর বাজারের ৪ টি প্রতিষ্ঠানের আর্থিক জরিমানা করা হয়। ১/ শামীম বীজ ভান্ডারের মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে ৫,০০০ টাকা ২/রনক ফার্মেসী মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫,০০০ টাকা, ৩/ ফজর আলী মুদি দোকান, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ২,০০০ হাজার টাকা, ৪/ ইব্রাহিম মুদি দোকান বিপুল পরিমাণ শিশু খাদ্য মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, কোন ভোক্তা বা অভিযোগকারী তাঁর পূর্ণাঙ্গ নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই-মেইল নম্বর (যদি থাকে) এবং পেশা উল্লেখপূর্বক কারণ উদ্ভব হওয়ার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ভোক্তা-অধিকার বিরোধী কার্য সম্পর্কে কোন পণ্যের উৎপাদনকারী, প্রস্তুতকারী, সরবরাহকারী বা পাইকারী ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি ইলেক্ট্রনিক মাধ্যমে বা অন্য কোন উপায়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পারবেন। দায়েরকৃত অভিযোগ তদন্তে প্রমাণিত ও জরিমানা আরোপ করা হলে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হবে।