বিডি নিউজ২৩: রাজশাহীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শেখ রাসেল দিবস।
আজ ১৮ অক্টোবর ২০২২ সকাল ৮.৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রসেল এর জন্মদিন উপলক্ষে রাজশাহী শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়।
এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সুপার মহোদয় শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন। এরপর তিনি জেলা শিল্পকলা একাডেমিতে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।