মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মীর ইকবাল পেয়েছেন ৫৯৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১নং আসনে (তানোর-গোদাগাড়ী-পবা-সিটি) শ্রীমতি শিউলি রাণী সাহা , ২নং আসনে (মোহনপুর-বাগামারা-দুর্গাপুর) সুলতানা পারভীন রিনা, ৩নং আসনে (পুঠিয়া-চারঘাট-বাঘা) সাজেদা বেগম নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে (গোদাগাড়ী) আব্দুর রশীদ , ২নং ওয়ার্ডে (তানোর) মাইনুল ইসলাম স্বপন, ৩নং ওয়ার্ডে (পবা-সিটি) মোঃ তফিকুল ইসলাম, ৪নং (মোহনপুর) ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দিলীপ কুমার সরকার তপন, ৫নং ওয়ার্ডে (দুর্গাপুর) আবুল কালাম আজাদ বাচ্চু, ৬নং ওয়ার্ডে (বাগমারা) আবু জাফর মাস্টার, ৭নং ওয়ার্ডে (পুঠিয়া) আসাদুজ্জামান মাসুদ, ৮নং ওয়ার্ডে (চারঘাট) জনাব আলী এবং ৯নং ওয়ার্ডে (বাঘা) মহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মোট ১১৮৫ জন ভোটারের মধ্যে ১১৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।